কাবার ইমাম জাগ্রত হও,
দারাজ কন্ঠে দাও ঘোষণা।
আল আক্বসা দে ছেড়ে দে,
নয়তো বাঁচার পথ পাবেনা।
বিশ্ব মুসলিম ডাক দিয়েছে,
ই’হুদীবাদকে ধ্বং’স করতে।
ই’সরাইল নামক দখলদেশ,
মানচিত্র হতে মুছে দিতে।
আক্বসা আমার দ্বিতীয় ক্বাবা,
একচুলও তার ছাড় দেবনা।
জে’রুজালেম ছেড়ে পালাও,
নয়তো রক্ষা আর হবেনা।
জে’রুজালেমের প্রতিইঞ্চি মাটি,
ইসলামের স্মৃতি বিজড়িত।
বিশ্বনবীর(সাঃ) মে’রাজ সহ,
এটি নবীদের হাতেই প্রতিষ্ঠিত।
ক্বাবার ইমাম গর্জে উঠে,
দারাজ কন্ঠে দাও ঘোষণা।
এখন ছাড়বি জে’রুজালেম,
নয়তো যুদ্ধ আর থামবেনা।
মুসলিম উম্মাহ এক হয়েছে,
লড়বে এবার লড়বে।
জে’রুজালেমে ইহুদীদের,
কবর রচনা করবে।