আজ ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে সাংবাদিক সংস্থার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

স্টাফ রিপোর্ট : “মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে কিশোরগঞ্জে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থা শহরের কালিবাড়িস্থ থানা মার্কেটের ভোরের আলো সাহিত্য আসর কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন।
জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি রেজাউল হাবিব রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক সাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মো. ফারুকুজ্জামান, এম. এ আজিজ, শফিক কবীর, আশরাফুল ইসলাম তুষার, মো. আবু সাঈদ, মো. সারোয়ার জাহান, মির্জামাহবুবা বেগ, মো. হিরা মিয়া, আল কাউসার, মো. আরিফুল ইসলাম প্রমুখ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ