আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে ধান সংগ্রহ অভিযান শুরু  

আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ উত্তারাঞ্চলের সীমান্ত লাগোয়া কুড়িগ্রাম জেলায় সরকারী ভাবে ধান, চাল ও গম ক্রয়ে “লাকী  পার্সেজে’র শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ মে) সকাল ১১ টায় সরকারি এ ক্রয় অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক, কুড়িগ্রাম সদরের ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা এলএসডি(সদর) গোলাম মোস্তফা, কুড়িগ্রাম সদর উপজেলার প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান, মিল মালিক সমিতির সভাপতি আব্দুল হাই রন্জু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ
এ বছর চলতি বোরো মৌসুমে সদর উপজেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ১১’শ ৬২ মেটিক টন ও চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২৮’শ ১২ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ জানায়। এবারে সরকার প্রতিকেজি ধানের দাম ৩০ টাকা ও প্রতি কেজি চালের দাম ৪৪ টাকা নির্ধারণ করে দিয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ