আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জঙ্গলবাড়ি পরিদর্শনে অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান

 

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষা মন্ত্রণায়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম শাহনওয়াজ দিলরুবা খান সংরক্ষিত পুরাকীর্তি ‘মহাবীর ঈশা খাঁর স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ি’ পরিদর্শন করেছেন। সোমবার বিকেলে জেলার করিমগঞ্জের কাদির জঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি পরিদর্শনকালে ইউপি চেয়ারম্যান আরিফ উদ্দীন আহমেদ কনক তাঁকে ফুল দিয়ে ও কিশোরগঞ্জ আরকিওলজিক্যাল সোসাইটির সভাপতি যুব সংগঠক আমিনুল হক সাদী স্বরচিত বই দিয়ে
অতিথি বরণ করে নেন।

এ সময় তিনি মহাবীর ঈশা খাঁর স্মৃতিবিজড়িত বসতভিটা, দরবার হল ও মসজিদ ঘুরে ঘুরে দেখে পরিদর্শন বহিতে মন্তব্য লিখেন। মন্তব্য বহিতে তিনি লিখেন “দীর্ঘ বছর কিশোরগঞ্জ চাকুরী করার সুবাদে বীর ঈশা খাঁর স্মৃতি বিজড়িত এই বাড়িতে অনেকবার এসেছি। আজ প্রায় ১০ বছর পর এলাম, এসে খুব ভালো লাগলো। আমার বার বার এ জায়গায় আসতে ইচ্ছে করে। এখানে আসলে ৫০০ বছর আগের জগতে ফিরে যাই। এই বীর পুরুষের বীরত্বগাঁথা ইতিহাস আমাকে আপ্লত করে। আমি প্রত্যাশা করি এই জায়গাটি একটি পর্যটন কেন্দ্র হবে এই বীর পুরুষের স্মৃতিকে ঘিরে। যেখানে সারা দেশ এবং বিদেশের পর্যটকরা এসে এই বীর পুরুষকে
শ্রদ্ধা জানাতে পারে”।

এ সময় তাঁর সাথে ছিলেন করিমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার পলাশ কুমার বসু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনবাচ্চু, মহাবীর ঈশা খানের পনেরতম পুরুষ দেওয়ান আনোয়ার দাদ খান, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান জামিল আনসারী, কিশোরগঞ্জ আরকিওলজিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক দেওয়ান জামাল দাদ খান, সাবেক ইউপি সদস্য শহীদুল্লাহ মলাইসহ স্থানীয় লোকজন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ