আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালন

নিজস্ব প্রতিনিধি:কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরার পালন করা হয়েছে। এ উপলক্ষে ঐতিহাসিক বৌলাই পীর সাহেব বাড়ির মাজার ও দরবার শরীফ প্রাঙ্গনে দশ দিন ব্যাপী আয়োজন করা হয় কোরআন খানি, মিলাদ, মুর্ছিয়া জারি। আজ (২৯ জুলাই) দশই মহররম আশুরার মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।

সারাদিন ব্যাপী অনুষ্ঠানে কারবালায় নির্মম ভাবে শাহাদাৎ বরণকারী নবী (সাঃ) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (আঃ), নবী পরিবারের স্মরনে আলোচনা করা হয়। সত্যে ও হকের পথ চিহ্নিত করার মানদন্ড কারাবালা প্রান্তের এই নির্মম হত্যাযজ্ঞের কাহিনী নিয়ে রচিত মুর্ছিয়া জারী পরিবেশন করা হয়। জারী পরিবেশন করে কিশোরগঞ্জ তথা বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী ‘শানে পাঞ্জাতন মহররম জারী দল’।

জারী শেষে মিলাদ, দোয়ার আয়োজন করা হয়।
আখেরী মোনাজাত করেন জারীদল প্রতিষ্ঠাকারী সৈয়দ আঃ আউয়াল হোসাইনী চিশতী (চাঁনমিয়া)র ছোটোভাই বর্তমান গদীনিশিন পীর সৈয়দ শাহ নূরুল আউয়াল (তারামিয়া)।

এ বিষয়ে জানতে চাইলে বৌলাই পীর সাহেব বাড়ির বর্তমান বংশধর পীরজাদা সৈয়দ ইয়াছিন বলেন, মহররম শুধু মুমিনের পরিচয় নিয়ে আসে না, এই মহররম চিনিয়ে দেয় কে হোসাইনি মুসলমান আর ইয়াজিদি মুসলমান। কারবালার কাহিনী নিয়ে মুর্ছিয়া জারী, মাত্তম শত শত বছর ধরে চলে আসছে। এটা অনেক আগে থেকেই বাঙালী মুসলমান তথা এদেশের সংস্কৃতির অবিচ্ছ্যদ্য অংশ। তিনি আরও বলেন, বংশ পরম্পরায় আমরা প্রায় ৭০ বছর যাবত এ অনুষ্ঠান পালন করে আসছি।

অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা প্রদান করা হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ