আজ ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

পরীক্ষা হলে মোবাইল ফোন পাওয়ায় এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের কটিয়াদীতে চলমান এইচএসসি পরীক্ষায় পরীক্ষা হলে মোবাইল ফোন রাখার দায়ে মো: ফয়সাল নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ডা. আবদুল মান্নান মহিলা কলেজ কেন্দ্রে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থী মো: ফয়সাল কটিয়াদী সরকারি কলেজের শিক্ষার্থী ও উপজেলার আলগীরচর গ্রামের মো: মুকুল মিয়ার ছেলে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, বহিষ্কৃত পরীক্ষার্থী মো: ফয়সালের কাছে পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোন পাওয়া গেছে।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহার উপস্থিতিতে তাকে বহিষ্কার করা হয়েছে। ওই পরীক্ষার্থীর বহিষ্কারাদেশ শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ