আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে মাদক ব্যবসায়ী শরীফকে এবার জুয়া মামলায় আদালতে প্রেরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদক ব্যবসায়ী শরীফকে এবারে জুয়া মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার এ এস আই সেলিম হোসেন।
 জানা গেছে গত ২৮ মে করিমগঞ্জ থানার এ এস আই সেলিম হোসেন সংগীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য  উদ্ধার ডিউটি করাকালীন সময়ে উপজেলার নয়াকান্দি এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের জামতলা বাজারের পাশে পাটের জমিতে শরীফসহ কতিপয় লোকজন  জুয়ার আসর বসিয়েছে। খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের জুয়া আইনের ০৪ ধারার অপরাধে প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় ধৃত আসামীদের প্রকাশ্য আদালতে  বিচারের দাবি জানিয়ে প্রশিকিউশিন নং -৫১/২৩ তাং ২৮/৫/২৩ ধারা ১৮৬৭ সনের জুয়া আইনের ৪ ধারায় বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে। এতে দীর্ঘদিন পলাতক ছিলেন শরীফ। গত ১১ সেপ্টেম্বর করিমগঞ্জ থানার এ এস আই সেলিম হোসেন তাকে গ্রেফতার করে। পরে ওই দিনই তাকে আদালতে প্রেরণ করে। বর্তমানে সে কিশোরগঞ্জ জেল হাজতে রয়েছে বলে জানা গেছে।
প্রসংগত মাদক ব্যবসায়ী শরীফ এর বিরুদ্ধে করিমগঞ্জ থানাসহ আদালতে ১০/১৫টি মামলা রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ