আজ ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ  ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করলেন এমপি লিপি

স্টাফ রিপোর্টার :কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার ফাহিমা আক্তার ফাহিম। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আ.সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাছুমা আক্তার। পরে প্রধান অতিথি রবি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন।

মেলায় ষ্টল পরিদর্শন করে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা প্রশাসনের বিভাগয়ি কর্মকর্তাগণ,জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষক কৃষাণীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ