আজ ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের সমাবেশ ২০ সেপ্টেম্বর

ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলার আয়োজনে আগামী ২০ সেপ্টেম্বর শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে বিশাল সমাবেশের আয়োজন করেছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সমাবেশে দাবি সমূহ:ব্যর্থ নিবার্চন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নিবার্চনের দাবি সামনে রেখে সমাবেশের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা আলমগীল হোসাইন তালুকদার। সভাপতি আইএবি, কিশোরগঞ্জ জেলা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, অধ্যাপক সৈয়দ বেলায়াত হোসেন, এ্যাড. বিল্লাল আহমেদ মজুমদার সহ রাজনীতিবিদ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ