আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅনশন-গণঅবস্থান

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই’ ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই শ্লোগাণে সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ণের প্রতিশ্রুতি বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে কিশোরগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে গণঅনশন ও গণ অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জে শ্রী শ্রী কালীবাড়ী প্রাঙ্গণে সকাল থেকে এ গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচী পালিত হয়।

এ সময় নেতারা জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ বিভিন্ন দাবী জানান।


গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কিশোরগঞ্জ জেলার আহবায়ক প্রণব সরকারের সভাপতিত্বে ও পলাশ দত্ত রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজাল, কিশোরগঞ্জ পৌরমেয়র মাহমুদ পারভেজ,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক এনায়েত করিম অমি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম,জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন,সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী রাশেদ জাহাঙ্গীর পল্লব প্রমুখ।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ