আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জে উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৫জন সহায় কর্মহীন
নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন।
রবিবার (৫ নভেম্বর) সকালে জেলা সমাজসেবা কার্যালয়ে সেলাই মেশিন বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার সদস্য ফিরোজ উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো.কামরুজ্জামান খান।

সেলাই মেশিনে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মহীন নারীদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ বলে জানায় সংস্থার প্রতিষ্ঠাতা, তিনি আরো জানান দীর্ঘদিন যাবত অসহায় বয়স্কদের জন্য ইনহেলার ও ঔষধ দিয়ে থাকি তাছাড়াও এ বছর টাকার অভাবে এসএসসি পরীক্ষা দিতে পারে নাই এমন তিনজনকে ফরম ফিলাপের জন্য টাকা দিয়েছে সংস্থাটি।
এ সময় সংস্থার প্রতিষ্ঠাতা শফিউল আলম,সাধারণ সম্পাদক খসরুজ্জামান তুহিন, সহ-সভাপতি ইফাত আহমেদ রফিক, সাংগঠনিক সম্পাদক মো.আবদুস সামাদ সবুজ উপস্থিত ছিলেন।

দরিদ্র অসহায় নারীরা বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে মোছা. জরিনা আক্তার মোছা.জুলেখা আক্তার
মোছাঃ পাপিয়া বেগম, মোছাঃ ফেরদৌসা বেগম,হাসিনা বেগম সন্তোষ প্রকাশ করেন।

 

সুবিধাভোগী মোছাঃ পাপিয়া বেগম
বলেন, সেলাই মেশিনের প্রশিক্ষণ নিয়েছি অনেক আগেই কিন্তু টাকার অভাবে একটি মেশিন কিনতে পারি নাই। এই সংস্থার পক্ষ থেকে আমাকে সেলাই মেশিনটি দেওয়া হয়েছে। আমি তাদের ওয়াদা করেছি সেলাই মেশিনটি দিয়ে টাকা উপার্জন করে অন্য আরেকজন কর্মহীন নারীকে উপহার দিয়ে দেব। একটি সেলাই মেশিন থাকলে মাসে কমপক্ষে ৪/৫ হাজার টাকা আয় করা যায়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ