আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূপেন্দ্র ভৌমিক দোলনের কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গনতন্ত্রী পার্টির সাধারন সম্পাদক বীর মুক্তিযুদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন আজ (৩০ নভেম্বর) দুপুর ১২:৩০ মিনিটে তার নিজ জেলা কিশোরগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে গনতন্ত্রী পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তার মনোনয়ন পত্র গ্রহন করেন।ভূপেন্দ্র ভৌমিক দোলনের মনোনয়ন পত্র জমা দেয়ার সয়য় উৎসব মুখর পরিবেশে গনতন্ত্রী পার্টির কিশোরগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খান মিল্কি আরজু, বীর মুক্তিযোদ্ধা হাজী হাবিবুর রহমান মুক্তু, এ্যাড, পরিতোষ চক্রবর্তী মানিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী এনায়েতুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী আলমাস, সম্পাদক মন্ডলীর সদস্য এ্যাড, গৌরাঙ্গ সরকার, শাহজাহান আকন্দ, এ্যাড, অনুপম দেবনাথ, এ্যাড,রুপক রন্জন রায়, এ্যাড, শামছুন নাহার কাজল, এ্যাড, শিল্পী রাণী সাহা, এ্যাড, সুদীপ্ত সাহা দীপ, জেলা কমিটির সদস্য জনাব আবুল মনসুর লনু,জনাব দেলোয়ার হোসাইন নানক, জনাব সেলিম রেজা পিন্টু, জনাব মাসুদ মিয়া, জনাব মুক্তু মিয়া, এ্যাড, মদিনা বেগম, জনাব রশিদ মিয়া এবং তার স্ত্রী মানবাধিকার নেত্রী এডভোকেট মায়া ভৌমিক সহ শত শত নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: সরকার পতনের এক দফার আন্দোলনে অটল থেকে বিএনপি শেষ পর্যন্ত যদি নির্বাচনে না আসে তাহলে ভাগ্য খুলবে আওয়ামী লীগের শরিক দলগুলোর। অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ তখন তার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে বেশ কিছু আসনে ছাড় দেবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকগণ। গনতন্ত্রী পার্টি ১৪ দল গঠনের শুরু থেকেই তাদের ঐক্য ও কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এ হিসাবে গনতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সাধারন সম্পাদক বীর মুক্তিযুদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলনেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। এ ছাড়াও কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-সদর ও হোসেনপুর উপজেলা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রায় ১ ডজন যোগ্য প্রার্থী থাকায় এমনকি একই পরিবারের তিন জন মনোনয়ন ফরন নেওয়ায় এ আসনে একাধিক বিদ্রোহী প্রার্থীর আশংকা করছেন স্থানীয় জনগন। বর্তমান প্রক্ষাপট বিবেচনায় এ আসনটিতে বর্ষীয়ান রাজনীতিবিদ বীরমুক্তিযুদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের গুরুত্ব ক্রমশ: বাড়ছে বলে মনে করছেন অনেকেই।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ