আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করিমগঞ্জের ইউএনওর সাথে বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের প্রতিনিধিদলের সৌজন্য স্বাক্ষাৎ

 

কিশোরগঞ্জ প্রতিনিধি : মহাবীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের কার্যকরি কমিটির প্রতিনিধিদল করিমগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসুর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার দুপুরে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনওর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন মহাবীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের সভাপতি ঈশা খাঁ গবেষক আমিনুল হক সাদী,সাধারণ সম্পাদক ঈশা খাঁর ১৫ তম অধস্তন পুরুষ দেওয়ান জামাল দাদ খান। স্বাক্ষাৎকালে লেখক আমিনুল হক সাদীর লিখিত বই উপহার দেন ইউএনওকে। এ সময় পাঠাগারের নেতৃবৃন্দ মহাবীর ঈশা খাঁর স্মৃতি সংরক্ষণে বিস্তারিত আলোচনা করেন।

প্রসঙ্গত ঈশা খাঁ স্মৃতি পাঠাগার নামে ২০০৫ সালের ১৭ সেপ্টেম্বর এর প্রতিষ্ঠা করেছিলেন ঈশা খার ১৪ তম অধস্তন পুরুষ দেওয়ান আমিন দাদ খাঁ। তিনি মারা যাওয়ায় এর কার্যক্রম দীর্ঘ বছর স্তগিত ছিলো। পরবর্তীতে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর থেকে নতুন কমিটিতে পাঠাগার পরিচালনা কমিটির সর্বসম্মতিক্রমে আমিনুল হক সাদী ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের সভাপতি ও দেওয়ান জামাল দাদ খান সম্পাদক নির্বাচিত হন। পাঠাগার পরিচালনা সভাপতি ঈশা খাঁ গবেষক আমিনুল হক সাদী জানান,মহাবীর ঈশা খাঁর স্মৃতিকে ঠিকিয়ে রাখার লক্ষে পাঠাগারটিকে নতুন করে ঢেলে সাজানো হবে। সেই লক্ষে পাঠাগারটির কার্যক্রম বেগবান করতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে স্বাক্ষাৎ করেছি।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ