আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌহালী উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে আলমগীর হোসেন

মোঃ ফরহাদ হোসেন চৌহালী প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া লেগেছে।

প্রতিনিয়ত পাড়া মহল্লা, হাটে বাজারের চায়ের আড্ডায় চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। কে হবেন উপজেলা চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী। এখানে ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর নাম শোনা গেলেও ভোটারদের মুল আলোচনা হচ্ছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নিয়ে।

তৃণমুলের আলাপ আলোচনায় চেয়ারম্যান পদে হাফ ডজনের মত সম্ভাব্য প্রার্থীর নাম শোনা গেলেও জোড়ে সোরে আসছে সাবেক ছাত্রনেতা সিঙ্গাপুর প্রবাসী আওয়ামী পরিবারের কৃতি সন্তান আলমগীর হোসেন।
দলীয় তৃনমুল নেতাকর্মী সহ সাধারন ভোটারদের আস্থা তরুণ এই নেতা আলমগীর হোসেন। ইতোমধ্যে তার অনুগত কর্মী সমর্থকেরা ফেসবুক সহ ভিবিন্ন মাধ্যমে জানান দিয়েছেন পছন্দের প্রার্থী আলমগীর হোসেনের নাম। সাধারন ভোটার সহ তরুন প্রজন্মের ভোটারদের কাছে তার গ্রহনযোগ্যতা উচ্চ শিখরে। তৃনমুল পর্যায়ের নেতা-কর্মী অধিকাংশ ভোটাররা তাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাচ্ছেন।

তাদের দাবী আওয়ামীলীগ সরকারের হাতকে শক্তিশালী রাখা সহ সর্বদা তৃনমুল পর্যায়ের নেতাদের খোজ খবর নিতে আলমগীর হোসেনের বিকল্প কেহ নেই। তাই আধুনিক মডেল উপজেলা গড়তে আলমগীর হোসেনের প্রতি আস্থা ও ভরসা এখানকার মানুষের।

উপজেলার মোট ৭টি ইউনিয়ন স্থানীয় ভোটারদের মতে আসন্ন চৌহালী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলমগীর হোসেন বিপুল ভোটে বিজয়ি হবেন।

আলমগীর হোসেন ষ বলেন, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করি। আমি উপজেলা ছাত্রলীগের রাজনীতি করেছি। জীবনের প্রায় অর্ধেক সময়ে এসেও এখনো রাজপথে আছি। আমার বাবা একজন দীর্ঘদিন ধরেই ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামীলীগ দলকে সু-সংগঠিত করার করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। দলীয় তৃণমুল নেতা-কর্মী সহ সাধারন ভোটারদের ইচ্ছে পূরনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করবো।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ