আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উলিপুরে ইউনিয়ন পর্যায়ে সেবা প্রদানকারীর মধ্যে ইন্টারফেস ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

 

কুড়িগ্রাম প্রতিনিধি ঃ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের বাস্তবায়নে, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ও এম জে এফ সিডার অর্থায়নে আজ ১৩ ফেব্রুয়ারি বেলা ১২ টায় তবকপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন পর্যায়ে সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারী মধ্যে ইন্টারফেস ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
তবকপুর ইউপি সদস্য মকবুল হোসেন মানিকের সভাপতিত্বে প্রকল্পের সার সংক্ষেপ ও সভার উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মোঃ লুৎফর রহমান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য হাবিবুর রহমান হবি,আম্বিয়া খাতুন, এনামুল হক মানিক, আরজিনা খাতুন,ইউনিয়ন সোশ্যাল সার্পোট কমিটির সভাপতি ফজলুল হক, প্রকল্প কর্মকর্তা রত্না রানী রায়, পিএফ সাইফুল ইসলাম, কানিজ ফাতেমা, তুলি রানী, সিনিয়ার সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ, সাংবাদিক খালেক পারভেজ লালু প্রমুখ।এ ছাড়াও অনুষ্ঠানে প্রকল্পের সকল সদস্য- সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তরা একমত হন যে, সেবাদাতা ও সেবা গ্রহীতার মধ্যে এ রকম মুখোমুখি আলোচনার মাধ্যমে দুরত্ব কমিয়ে সেবা নিশ্চিত করা সম্ভব।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ