আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৭১ এর ৬ই মার্চ কিশোরগঞ্জ শহরে প্রথম উড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা

১৯৭১ এর ২ মার্চ ঢাকায় সর্বপ্রথম পতাকা উত্তোলন করার পর ছাত্রনেতা আলমগীর হোসেন (সাবেক এমপি) ঢাকা থেকে পতাকার ডিজাইন নিয়ে গোপনে তৎকালিন সাহসী ছাত্রনেতা কামরুজ্জামান কমরু কে দেন ৷ এরপর কামরুজ্জামান কমরু শহরের রথখলাস্থ মর্ডান টেইলার্স এর মালিক ময়না খলিফাকে দিয়ে ১টি পতাকা তৈরি করান ৷

৬ই মার্চ সুপারি গাছ বেয়ে কালীবাড়ি মোড়ের জনৈক রঞ্জিত ঘোষের দোকানের ছাদে কামরুজ্জামান কমরু উত্তোলন করেন সবুজ জমিনে লাল বৃত্তের মাঝখানে হলুদ কাপড়ে আঁকা বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা ৷

ঐ সময় সাথে ছিলেন মধু ঘোষ, মকবুল হোসেন(পান দোকানদার), এবং উল্কা হোটেলের কর্মচারী জনৈক মিস্ত্রি মিয়া ।আগামী ৬ তারিখ নিউজ করলে খুশি হবো।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ