আজ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

কিশোরগঞ্জ : সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি আর এই বৃষ্টি অপেক্ষা করে কিশোরগঞ্জে বিভিন্ন স্কুল-কলেজ ও অভিভাবকসহ ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার,হামলা,মামলা,গুম, খুন ও ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং জাতীসংঘ কর্তৃক তদন্ত-পূর্বক গুম খুনের বিচারের দাবিতে পুলিশ ও ছাত্রলীগের বর্বরোচিত হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) ১২টার দিকে গুরুদয়াল সরকারী কলেজ মাঠ প্রাঙ্গন থেকে এ কর্মসূচিতে অংশ নেয়। এ বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরান থানার মোড়ে ১ ঘন্টাব্যাপী সমাবেশ ও অবস্থান করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গুরুদয়াল সরকারী কলেজ মাঠ প্রাঙ্গন থেকে বিক্ষোভ
মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরান থানার মোড়ে এসে ১ ঘন্টাব্যাপী সমাবেশ ও অবস্থান করেন। বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল বিক্ষোভ মিছিল।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সমন্বয়ক ইকরামুল হোসেন বলেন, ছাত্র-জনতার দাবি বাস্তবায়ন না হলে ছাত্ররা রাজপথ ছেড়ে যাবে না। ছাত্র-সমাজ রাজপথে আছে, রাজপথে থাকবে। আমাদের ভাইদের রক্তের প্রতিটি কণার দাম রাজপথ থেকে নেবো।
তিনি আরো বলেন, আমাদের অনেক ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে। খুনিদের বিচার চাই। এ বিক্ষোভ মিছিল থেকে আমরা দাবি জানাচ্ছি, যাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ