কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ জোগানের অভিযোগে সাবেক এই এমপিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের মিডিয়া বিভাগ।
র্যাব জানায়, সোহরাব উদ্দিনের বিরুদ্ধে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট চারটি মামলা রয়েছে। যার দুটিতে তিনি ১ নম্বর এবং দুটিতে ৩ নম্বর আসামি। গ্রেপ্তার সোহরাব উদ্দিনকে ডিএমপির ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।