রোটারি ক্লাব অব কিশোরগঞ্জের ট্রেজারার ও করিমগঞ্জ উপজেলা সাধারণ পাঠাগারের সহ-সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান মিল্টন (৫৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১ মার্চ) দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার (২ মার্চ) বেলা দুইটায় করিমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে করিমগঞ্জ বাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে করিমগঞ্জ উপজেলা পাঠাগারের সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন রাসেল, রোটারি ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
Leave a Reply