আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেলকুচিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ ফরহাদ হোসেন-
“আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি পৌর মেয়র সাজেদুল হক রেজা, বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, ইউসুফ আলী। আরও উপস্থিত ছিলেন, উপজেলায় কর্মরত সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।
সভাপতির বক্তব্যে ইউএনও আনিছুর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নারী শিক্ষার ভূমিকা অগ্রগণ্য। এজন্য কন্যা শিশুদের প্রযু্িক্ত বিষয়ক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহবান জানান।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ