আজ ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বিকশিত হও-ইমরান হাসান এনামুল

বিকশিত হও
🖊️ইমরান হাসান এনামুল

অনুভূতি ভেঙে অনুভূতি গড়
আমি এক স্বপ্নের কথা বলছি
যে স্বপ্নের আড়ালে
লুকিয়ে আছে শত রহস্য।

তুমি সচেতন হতে চেষ্টা কর
অন্যায়কে অন্যায় বলে শিকার কর
পাপাচারীর পথ পরিহার কর
সত্য বলতে শিখ।
জুলুমকে তুমি করে নাও নিস্তেজ
নিজ আবেগে।

অপরাধীকে তুমি ক্ষমা করে
পূর্ণে কর আগুয়ান,
এতেই সম্মান
হবে তুমি মহীয়ান।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ