আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাবনায় শুধুই তুমি-শাহীন সুলতানা

ভাবনায় শুধুই তুমি- শাহীন সুলতানা

::::::::::::::::::::::::::::::::::::::::::::::

তোমাকে নিয়ে কি আর লিখবো কবিতায় ;

তোমার সৃষ্টির পরিধি অনেক বিশাল

তুমি থাকো কখনও কৃষকের ফসলের মাঠে,

শীতের সকালের নরম রোদে,

কাক ডাকা প্রভাতে পাখির কিচিরমিচির শব্দে ।

তোমার কথা ভেবে শূণ্য হৃদয়

পূর্ণ হয় কৌতূহলে,

এক অজানা অনুভূতির দীপ্ত শিহরণে,

মুহূর্তে মাতাল হয়ে তোমাকে খুঁজি অন্যরকম ।

হয়তো আবারও দেখা হবে,

হয়তো হবে না তবুও

বন্ধুত্বের বন্ধন রবে চির অমলিন ।

সমাজের আয়না তুমি,

তোমার লেখায় ফুটে ওঠা প্রিয় জন্মভুমি

বাংলা মায়ের অপরূপ সৌন্দর্যে আমি মুগ্ধ,

আমি ভিজে আপ্লুত,

তোমার ভেতরকার শক্তিগুন টানে আমাকে দুর্ণিবার।

তুমি বঞ্চিত,

শোষিতের পক্ষে মশাল জ্বালাও

প্রতিবাদের শানিত স্বর উচ্চারণ করো প্রতিবেদনে ।

অতঃপর তুমি প্রদীপ

শিখা, আমার অহংকার ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ