আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুলেখা আক্তার শান্তার নতুন উপন্যাস ‘জীবনের দিনরাত্রি’

একুশে বইমেলায়-২০২৪ নবীন প্রজন্মের জনপ্রিয় লেখিকা সুলেখা আক্তার শান্তার উপন্যাস ‘জীবনের
দিনরাত্রি’ পাওয়া যাচ্ছে। মহাকাল প্রকাশনী বইটি প্রকাশ করেছে। মহাকাল প্রকাশনীর স্টল নং ১৬৩,১৬৪
বইটি পাওয়া যাবে। সাহিত্য চর্চার সুকুমার বৃত্তি উজ্জীবিত করে রচনা করা সম্ভব শান্তিময় সমৃদ্ধ এক
পৃথিবী। তরুণ প্রজন্মের লেখিকা সুলেখা আক্তার শান্তা প্রকাশের সেই শাশ্বত আকুলতায় লেখার প্রেরণা লাভ
করেছেন। লেখিকা সাবলীল এবং হয়তো কখনো আটপৌরে ভাষায় চমৎকার ভাবে বর্ণনা করেন জীবনের
অনুভূতির কথা। মহাকালের আবর্তনে মানুষের চিরন্তন চাওয়া-পাওয়ার প্রেক্ষাপট ভিন্ন হলেও সর্বকালে তার
রূপটি বোধহয় অভিন্ন। মানব প্রকৃতির অভিন্ন অনুভূতি বিচিত্র রূপ সুষমায়, ভাষায়, ব্যঞ্জনায় বিমূর্ত হয়ে
ওঠে অনুভূতিপ্রবণ লেখকের লেখায়। সুলেখা আক্তার শান্তা তার লেখায় সমাজের মানুষের সেই চিরচেনা রূপটি
তুলে ধরতে চেষ্টা করেছেন।

লেখিকার প্রকাশিত উল্লেখযোগ্য উপন্যাস 'এ চোখের দৃষ্টিতে তবুও তুমি', 'ফিরে এসো'। প্রকাশিত গল্প সংকলন 'চারিদিকে মেঘ ছিল', 'আসবো ফিরে তোমার কাছে’ এবং 'অপূর্ণ প্রত্যাশা'। তিনি বইমেলার বর্ণাঢ্য আয়োজনে পাঠক এবং শুভানুধ্যায়ী সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। সকলের
প্রাণোচ্ছল উপস্থিতিতে পরিপূর্ণ হবে লেখক পাঠকের মিলন মেলা।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ