আজ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তকরণের প্রতিবাদে শ্রীবরদীতে মানববন্ধন

রফিক মজিদ, শেরপুরঃ শেরপুরের শ্রীবরদীতে ভূয়া/অমুক্তিযোদ্ধাদেরকে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করণের প্রতিবাদে এবং অমুক্তিযোদ্ধাদের গেজেট/ এমআইএস/সমন্বিত তালিকা থেকে দ্রততার সাথে বাতিলকরণসহ ভূয়া মুক্তিযোদ্ধা বানানোর কারিগরদের বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবীতে মুক্তযোদ্ধারা মানববন্ধন করেছে। ২১ মে শনিবার বিকালে শ্রীবরদী উপজেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে পৌরশহরের চৌরাস্তা মোড়ে এক ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাকের মুহাম্মদ আব্দুল্লাহ দানা ও সম্পাদক আসাদুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু ছালেহ মো. নুরুল ইসলাম হিরু, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, হামিদুর রহমান, মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার ও কাকিলাকুড়া ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম,আজিজুর রহমান,সমশের আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ইফতেখার হোসেন কাফী জুবেরী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জামুকা একটি ভূয়া মুক্তিযোদ্ধা বানানোর কারখানা। কিছু অসাদু মুক্তিযোদ্ধা অর্থের লোভে ভূয়া মুক্তিযোদ্ধা বানিয়ে আমাদের সম্মান নষ্ট করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভূয়া/অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে দ্রুত বাতিল না করলে আমরা কঠোর কর্মসূচী দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category