আজ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

হঠাৎ বুকে ব্যথা হলে করণীয়

ডেস্ক: বুকে ব্যথা অনেক রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচিত হয়। তাই বুকে ব্যথা হলে অবহেলা করা যাবে না।

বুকে ব্যথার কারণ-
হার্ট অ্যাটাক, হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ কমে যাওয়া,
হৃৎপিণ্ডের ভালভের কোনো সমস্যা, হৃৎপিণ্ডের প্রদাহ,
খাদ্যনালির প্রদাহ, খাদ্যনালিতে ফুটো হলে, ফুসফুসের ক্যান্সার, যক্ষ্মা, নিউমোনিয়া, ফুসফুসের ভেতর বাতাস বা পানি জমলে, বুকের মাংসপেশিতে ব্যথা, পাঁজরের হাড়ে আঘাত পেলে, বক্ষপিঞ্জরে মেরুদণ্ডের ডিস্কের সমস্যা,
পেটের আলসার, পাকস্থলীর এসিড কোনো কারণে খাদ্যনালিতে উঠে এলে, অগ্ন্যাশয় ও পিত্তথলির প্রদাহ এবং মানসিক উদ্বেগ থেকে বুকে ব্যথা হতে পারে।

এসবের মধ্যে হৃদরোগজনিত বুকের ব্যথা আমাদের সবচেয়ে বেশি ভয়ের কারণ।বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষের মৃত্যুর কারণ হৃদরোগ। এগুলো দ্রুত চিহ্নিত করা জরুরি।

লক্ষণ-
বুকে চাপ চাপ ব্যথা অনুভূত হওয়া, বুক ভারী লাগা, যা বুকের এক পাশে বা বুকজুড়ে থাকতে পারে। এই ব্যথা অনেক সময় বাম হাত, গলা, নিচের চোয়াল এমনকি ডান হাতে ছড়িয়ে পড়তে পারে পেটের উপরিভাগেও এই ব্যথা থাকতে পারে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসা। বুক ধড়ফড় করা বা অস্থির লাগা। ঘাম হওয়া, বমি বমি ভাব হওয়া।

হার্ট অ্যাটাক হলে করণীয়-
কোনো কারণে বুকে ব্যথা হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ECG, Chest Xray, Troponin i পরীক্ষা করা লাগতে পারে। হৃদরোগ থেকে সৃষ্ট ব্যথা মনে হলে, রোগীকে ৩০০ গ্রাম এসপিরিন ওষুধ খাইয়ে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিতে হবে।

ডাঃ মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা,
এমবিবিএস, বিসিএস, এমডি হেপাটোলজী, আবাসিক চিকিৎসক মেডিসিন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জ,
চেম্বার ডিজিল্যাব কালিবাড়ি মোর, সিরিয়াল – ০১৭৩৫১২৬২৭৬

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ