-
- সারাদেশ
- ড্রাম ট্রাকের চাপায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
- Update Time : মার্চ, ৭, ২০২৪, ৫:১৪ অপরাহ্ণ
- 89 View

আসলাম উদ্দিন আহম্মেদ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাই সাইকেল থেকে ছিটকে পরে মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের হুচরবালা বাবুরহাট এলাকার শহিদুল ইসলাম তার মেয়ে সানজিদা(১২)কে ভূরুঙ্গামারী থেকে বাই সাইকেলে যোগে বাড়ি ফিরছিলেন।
দুপুর সোয়া ২টার দিকে সোনাহাট সেতুর স্টিলের অংশের উপর পৌঁছিলে ঝাঁকুনিতে সানজিদা সাইকেল থেকে ছিটকে পরে এ সময় পিছন থেকে আসা স্থলবন্দরগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই ক্যাটাগরিতে আরো সংবাদ