আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নিষিদ্ধ সঙ্গম সুখে-শাহীন সুলতানা

নিষিদ্ধ সঙ্গম সুখে- শাহীন সুলতানা

দু’য়ে মিলে ক্ষণিকের মোহে

পেয়েছিলো স্বর্গসুখ অনাবিল দেহজ সঙ্গমে ভুলেছিল পৃথিবীর মায়া ,

না চাইতেই নাভীমূলে মেলে সন্তানের সাড়া

মা সন্তানকে দেখতে দেয় না বাইরের আলো ,

মা-ই খুনী,

মাকেই দাঁড়াতে হবে এজলাসে।

মায়ের ডায়েরিতে রচিত কলঙ্কময় এক অধ্যায় !

পুরুষ ধোয়া তুলসী পাতা,

শুধুই স্বর্গের দেবতা পাঁচ মিনিটের স্বর্গপুরীতে নারীর বসত যতটুকু !

পুরুষের দায় নারীর চেয়ে কি এতটুকু কম!

বীজ ফলে পরিনত হবার দায় কারো কম নয় !

পুরুষ বেটা বীজ বপন করেই যেনো খালাস কেবল জননীর পাপাচার দুরন্ত বাতাসে ভাসে।

না, নেবে না দায়, বাবা নামের সেই কাপুরুষ সেতো সুখ সঙ্গমে মেতেছিলো,

সন্তান পেতে নয়,

অবশেষে জরায়ুতে বহন করা

ভ্রুণের গ্লানি মা’কেই বইতে হয় জনম জনম।

কবি- শাহীন সুলতানা

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ