আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে খুলনায় নাগরিক সংলাপ

স্টাফ রিপোর্টারঃ বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় বিষয়ে নাগরিক সংলাপ ৩ নভেম্বর বুধবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার এতে প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সকল পর্যায়ে সুশাসন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। রাষ্ট্রীয় দপ্তরসমূহে শুদ্ধাচার নিশ্চিত করাই জাতীয় শুদ্ধাচার কৌশলের অন্যতম উদ্দেশ্যে। নৈতিকতার বিকাশ পরিবার থেকে হওয়া উচিত। কঠোর আইনের চেয়ে হৃদয়ের তাড়নাই মানুষকে সুশাসনের দিকে ধাবিত করে।

তথ্য অধিকার আইন,অভিযোগ প্রতিকার ব্যবস্থা,সিটিজেন চার্টার, শুদ্ধাচার কৌশলসহ সব কিছুর মূল লক্ষ্য নাগরিক সেবা সহজ করা।বেসরকারি উন্নয়ন সংস্থা সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর জেলা সভাপতি অধ্যাপক জাফর ইমামের সভাপতিত্বে সংলাপে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ ইউসুপ আলী,বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন,বটিয়াঘাটা সদর ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল,৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী,মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃআনিসুজ্জামান, খূলনা গেজেটের যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান স¤্রাট, সুজন জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা,কেসিসির শিক্ষা ও সাংস্কৃতি কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান,কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা আঃ সালাম তরফদার, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার,আঞ্চলিক তথ্য অফিসার মোঃ মঈন উদ্দীন, যোগীপোল ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর মাহফুজা বেগম,এড.জাহাঙ্গীর হোসেন,ছায়াবৃক্ষের নির্বাহী প্রধান মাহবুব আলম বাদশা,একুশের আলো খুলনার নির্বাহী প্রধান মাহবুবুল হক, সুজন মহানগর কমিটির নেতা আসিফ ইকবাল, নারীনেত্রী এড. তসলিমা খাতুন ছন্দা, সৈয়দ আলী হাকিম,এড. মামুনর রশীদ, বাংলা ট্রিবিউন খুলনার প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্লা, দৈনিক কালবেলার খুলনা ব্যুরো চীফ রিতা রাণী দাস, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন, দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টারআশরাফুল ইসলাম নুরসহবিভিন্ন সরকারি দপ্তরেরকর্মকর্তা, জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী, বেসরকারিসংস্থা ও সুশীল সমাজেরপ্রতিনিধিরা উপস্থিতছিলেন।

দি হাঙ্গার প্রজেক্টের বিভাগীয় সমন্বয়কার মাসুদুর রহমান রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন মহানগর কমিটির সম্পাদক কলেজ শিক্ষক অধ্যাপক রমা রহমান।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ