সুইডেন ও ডেনমার্কে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে শত-শত মুসল্লি একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।
লক্ষ্মীপুরের সর্বস্তরের তাওহীদি জনতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে পৃথক দুটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বর এলাকায় গিয়ে সমবেত হয়। পরে সমাবেশে বক্তারা, পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেন ও ডেনমার্কের সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল থেকে শিক্ষাক্রম ২০২৩ সংস্কার ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিলেরও দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি চেয়ে স্লোগান দেন।
Leave a Reply