আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সেতু পুনর্নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর বাজারের মধ্যবর্তী স্থানে অবস্থিত শয়তানখালী খালের উপর নির্মিত শয়তানখালী সেতুটিকে পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে মধ্যবাজারে পশ্চিম বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দেড় শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী মোজাম্মেল হক, বাবুল মিয়া, আজিজুল হক, নূরনবী হাসান, লিটন চন্দ্র ভৌমিক, আবুল হাসেম, আমিরুল ইসলাম, আলীনূর, বদরুজ্জামান, জামির হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সেতুটি দীর্ঘ দেড় ববছর সময় ধরে ব্যবহার অনুপযোগী থাকায় ক্রেতারা সহজে বাজারে আসতে পারেনা। ফলে দিন দিন বাজারের ক্রেতার সংখ্যা কমে যাচ্ছে। এতে করে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

এ থেকে পরিত্রাণের জন্য ব্যবসায়ীরা দ্রুত সেতুটি পুনর্নিমাণের দাবি জানিয়েছেন। সেতুটি গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেবে গিয়ে সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার জনগণ। এছাড়াও স্কুলকলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যার জন্য শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য স্কুলকলেজে সময়মত পৌঁছাতে পারছেনা। তাই তাদের স্কুলকলে গিয়ে শিক্ষাগ্রহণে শিক্ষার মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই ওইসকল শিক্ষার্থীদের অভিবাবকরাও এই সেতুটিকে পুনর্নির্মাণের দাবিতে জানিয়েছেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ