আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজারহাটে চাকিরপশার বিল রক্ষার দাবিতে মানববন্ধন

আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ঐতিহ্যবাহী চাকিরপশার বিল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ৩ জুন শনিবার সকাল ১১টায় চাকিরপশার বিল সুরক্ষা কমিটির উদ্যোগে বিলের পাড়ে শত শত মানুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাকিরপশার বিল সুরক্ষা কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মেজর (অব:) আলহাজ্ব মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, চাকিরপশার বিল সুরক্ষা কমিটির সদস্যসচিব বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজগার আলী,কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য সাংবাদিক মোঃ এনামুল হক,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তৌহিদুর রহমান, ছাত্রলীগ নেতা সুমন কুমার রায়,কৃষক আশিকুর রহমান টুটুল,হামিদুল ইসলাম লেবু,আব্দুস ছালাম, জুয়েল চৌধুরী,আব্দুল জলিল,আহসান হাবীব টিটু প্রমুখ।
 বক্তারা বলেন,ঐহিত্যবাহী চাকিরপশার বিলের দুই পাড়ে রেকর্ডকৃত জমিতে প্রতিবছর বোরো মৌসুমে শত শত মণ ধান উৎপাদিত হয় এবং বর্ষা মৌসুমে বিলের দেশীয় প্রজাতির মাছ অত্র উপজেলার আমিষের চাহিদা মিটিয়ে বাইরের জেলায় সরবরাহ করা হয়ে থাকে। আকষ্মিক লিজ আদেশ স্হগিত  হওয়ায় অত্র উপজেলায় বর্তমান মাছের ব্যাপক সংকট দেখা দিয়েছে। একদিকে সরকারও হারাছে রাজস্ব।
পাশাপাশি বর্ষা মৌসুমে বিলুপ্ত প্রায় শাপলা ও পদ্ম ফুলের সমারোহ ঘটে এ বিলে যা দেখতে প্রতিবছর প্রতিদিন শত শত দর্শণার্থী ভীড় জমায় বিলের পাড়ে। বক্তারা আরও বলেন, উক্ত বিলটিকে নদ বা নদী শ্রেণিতে রুপান্তরিত করলে বিলের দু’পাশের তিনটি মৌজার কয়েকশ পরিবারের বসতবাড়ি ও শত শত একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত সহ দেশীয় ও প্রজাতির মাছ ধ্বংস হবে।
মানববন্ধন শেষে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বাংলাদেশ নদী কমিশনের চেয়ারম্যান বরাবর চাকিরপশার বিল সুরক্ষা কমিটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করার কথা জানিয়েছেন চাকিরপশার বিল সুরক্ষা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আলহাজ্ব মো: ইউনুছ আলী।#

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ