আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ-৫ (চৌহালী ও বেলকুচি) আসনে আওয়ামী লীগ,বিএনপি ও জামায়াতের মনোনয়নযুদ্ধে ১২ প্রার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (চৌহালী ও বেলকুচি) সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের ১২ প্রার্থী মনোনয়ন যুদ্ধে ভোটের মাঠে। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা-৬, বিএনপি’র-৫ ও জামায়াত-১
এরা হলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। বর্তমান এমপি আবদুল মমিন মণ্ডল, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ।
বিএনপি’র প্রার্থীরা হলেন- সাবেক এমপি মেজর (অব.) মঞ্জুর কাদের, চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আবদুল্লাহ আল মামুন। বিএনপি কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। জেলা বিএনপি’র সহ-সভাপতি রাকিবুল করিম খাঁন পাপ্পু, বিএনপির নেতা গোলাম মওলা খান বাবলু ও জামায়াত নেতা আলী আলম।
ইতিমধ্যেই প্রার্থীরা ঘরোয়া বৈঠক, পথসভা, তৃণমূল নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ, জেলা ও কেন্দ্রে  জোর লবিং চালানো সহ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। ভোটারদের মাঝে একেক জন একেক রকম প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। সরকার দলীয় প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। পরিশেষে তারা বলেন, দল যাকে মনোনয়ন দেবে আমরা একসাথে কাজ করবো এবং দলীয় প্রার্থীকে বিজয়ী করবো ইনশাআল্লাহ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ