আজ ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাজিতপুরে ৯১ বোতল বিদেশী মদসহ আটক ৪

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের বাজিতপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯১ বোতল বিদেশী মদসহ মো. খোকন মিয়া (৪১), বিপুল চন্দ্র দাস (২৬), মোছাদ্দেক হোসেন (৪৩) ও মো. রানা মিয়া (২৮) নামে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

তাদের মধ্যে মো. খোকন মিয়া ও মোছাদ্দেক হোসেন সহোদর দুই ভাই। শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কৈলাগ কচুয়াখলা গ্রামের পূর্ব পাশে নুন্নির হাওরের শ্মশান ঘাট এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে এসব বিদেশী মদসহ তাদের আটক করে।
বিদেশী মদসহ আটক হওয়া চারজনের মধ্যে মো. খোকন মিয়া ও মোছাদ্দেক হোসেন বাজিতপুর উপজেলার পাটুলী শেখবাড়ির মো. আবুল কাশেমের ছেলে, বিপুল চন্দ্র দাস পাটুলী শিয়ালদিপাড় এলাকার মৃত বিমল চন্দ্র দাসের ছেলে এবং মো. রানা মিয়া পাটুলী মলিহাটি নতুন শাহপুর এলাকার নূর মোহাম্মদ আলীর ছেলে।
বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. সোহেল রানা তালুকদার, এএসআই মো. আজিজুল সিকদার এবং সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মো. খোকন মিয়া, বিপুল চন্দ্র দাস, মোছাদ্দেক হোসেন ও মো. রানা মিয়া চারজনই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে ৯১ বোতল বিদেশী মদসহ তাদের আটক করে। এছাড়া তাদের সঙ্গে থাকা মো. শামীম মিয়া (৩৫) নামে আরেকজন পালিয়ে যায়।

এ ব্যাপারে আটক হওয়া চারজন এবং পালিয়ে যাওয়া মো. শামীম মিয়া এই পাঁচজনের বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা (নং-১০, তারিখ- ১০/৯/২৩) দায়ের করা হয়েছে। পরে রোববার (১০ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ