আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্মপাশায় বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন

মোবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা ববংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ বন্যা আশ্রয় কেন্দ্রের ভবন নির্মাণ কাজের জন্য আজ সোমবার সকাল ১১টার দিকে ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে ।
এ উপলক্ষে দাতিয়াপাড়া লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মুনতাসির হাসান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আবু তালেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল মজিদ তালুকদার,উপজেলা প্রকৌশলী মো.আরিফ উল্লাহ খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসাইন,আজিম মাহমুদ প্রমুখ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (তৃতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের মাধ্যমে গত অর্থবছরে প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়।##

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ