আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌহালীতে ইউপি চেয়ারম্যান(ভাঃ) দায়িত্বের জন্য ৭ইউপি সদস্য ইউএনও বরাবর আবেদন

মোঃ ফরহাদ হোসেন চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৩নং ঘোরজান ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হওয়ায় বিগত ২৩ দিনেও ভারঃ চেয়ারম্যানের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। গত ১৬নভেম্বর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভাগের ইউপি-১ অধিশাখার উপ সচিব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, (২০০৯ সনের ৬১নং), ৩৪(২) উপ-ধারা(১) এর অধীনে কোন ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হইলে আদেশ প্রাপ্তির তিন(৩) দিনের মধ্যে সংশ্লিষ্ট চেয়ারম্যান, ধারা(৩৩) এর বিধান মতে পরিষদের নির্বাচিত প্যানেল চেয়ারম্যান-১ এর নিকট দায়িত্ব হস্তান্তর করিতে হইবে এবং ১নং প্যানেল চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করিবে।

এখন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ায় আজ মঙ্গলবার (৮ডিসেম্বর) ও গত বৃহস্পতিবার (৩ডিসেম্বর) ১নং প্যানেল চেয়ারম্যান মোখলেছুর রহমানকে ঘোরজান ইউপি চেয়ারম্যান(ভারঃ) জন্য সাত(৭) ইউপি সদস্য সম্মিলিত হয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন বরাবর লিখিত আকারে (স্বাক্ষরিত) প্রদান করেন ও ইউপি সদস্যবৃন্দ স্ব-শরীলে উপস্থিত হয়ে ইউএনও মহাদয়ের নিকট ১নং প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য জোর সুপারিশ করেন।

স্বাক্ষরিত ও স্ব-শরীলে উপস্থিত ছিলেন,
*মোছাঃ লতা খাতুন ১,২,৩ নং ওয়ার্ড ঘোরজান ইউপি সদস্য মহিলা সংরক্ষিত আসন।
*মোছাঃ রহিমা খাতুন ৪,৫,৬ নং ওয়ার্ড ঘোরজান ইউপি সদস্য মহিলা সংরক্ষিত আসন।
*মোছাঃ কোহিনুর খাতুন ৭,৮,৯ নং ওয়ার্ড ঘোরজান ইউপি সদস্য মহিলা সংরক্ষিত আসন।
*মোঃ মোখলেছুর রহমান ৩‌নং ওয়ার্ড ঘোরজান ইউপি সদস্য।
*মোঃ আঃ রউফ ৬‌নং ওয়ার্ড ঘোরজান ইউপি সদস্য।
*মোঃ রাব্বি ৮ নং ওয়ার্ড ঘোরজান ইউপি সদস্য।
*মোঃ আব্বাস আলী ৯নং ওয়ার্ড ঘোরজান ইউপি সদস্য।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ