আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করলো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট

 

ডেস্ক নিউজ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট ২০২১ জাতীয় শোক দিবসে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।

জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সরকারের অতিরিক্ত সচিব এস এম মাহবুবুর রহমান এর নেতৃত্বে ট্রাস্টের  কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সকাল ৮ঃ৩০ টার মধ্যে মতিঝিলস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয় স্বাধীনতা ভবনের সামনে এসে উপস্থিত হন।  এ সময় তাঁর সাথে ট্রাস্টের দুই পরিচালক ড. মোঃ আমিনুল ইসলাম ও ড. মোঃ জাহেদুল ইসলাম এবং ট্রাস্ট্রের সচিব (উপসচিব) তরফদার মোঃ আক্তার জামীল উপস্থিত ছিলেন। ঠিক একই সময় রেওয়াজ অনুযায়ী   খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী,বীর প্রতীক এবং বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লাহ এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ সেখানে উপস্থিত হন।  অত:পর সকলে স্বাধীনতা ভবনে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুর সকল খুনীদের ফাঁসি কার্যকর করাসহ তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সকলকে নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানানো হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ